হঠাৎ দক্ষিনা বাতাস আরো একবার
ভাঙ্গলো নোঙর কাগজের নৌকার
কী ব্যথা তীরে এসে তরি ডোবার
তুমি নাহলে আমার, আমি সবার
বার বার প্রেম ফিকে
ব্যথার পদ্য লিখে
হবোনা অন্ধকবি হোমার
অভিনয় করেছিলে
তুমিও শিখিয়ে দিলে
বিকল্প খুঁজতে তোমার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
মনমাঝি আজ অন্ধকারে
তীরে এসে তরি ডোবে বারে বারে
সাগরমন্থনে বিষ ওঠে রোজ
ভুলে যাওয়া কি প্রিয়ে অতই সহজ
ভুলে যাওয়ার নেশা
বুকে হয়েছে পেশা
হৃদয় কি বন্ধ দুয়ার
স্মৃতির ওই ডাকঘরে
চিঠিগুলো জং পরে
বন্দরে ...
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
আছড়ে পড়ে বুকে নীল নীল ঢেউ
তুমি নাহলে আবার অন্য কেউ
কাগজের নৌকায় কালিয়াদয়ে
ঘুরে বেড়িয়ে শেষে পাকা অভিনয়
ভেঙে দেবেই দেবে
আমাকে বোকা ভেবে
বলোনো কী ...
জীবনের ফোটোফ্রেমে
আবার পড়বো প্রেমে
প্রেমিক হবো একাধিক বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
রং নাম্বার
Поcмотреть все песни артиста
Other albums by the artist