Kishore Kumar Hits

Van M - Bibhajon lyrics

Artist: Van M

album: Bibhajon


সাফল্য...
তোমার প্রসারিত নিশ্চিত ভবিষ্যৎ।
তুমি চাও আর না চাও,
বিভেদ এর দলে মিশে গেছ!
পথভ্রষ্ট মানব...
লড়ছে হায়,
নিজের আঙ্গিকে স্বপ্ন গড়বে তাই।
প্রথাগত সাজানো জীবন ছেড়ে ভিন্নতায় কেমন মগ্ন তাই!
পৃথিবী একটি...
তবুও হাজার পৃথিবী সৃষ্টি মানবের বলে।
এই সৃষ্টিতে নয় লজ্জিত, বরং গর্বের কাজ,
তা বলা চলে!!!
সভ্য মানব নির্দ্বিধায় ভীড়ছে ভাঙ্গাভাঙ্গির দলে,
কেউ চায়, কেউ চায় না, তবুও ছুটতে হয় ভিন্ন পথে।
এই বিভেদ ঘর আমি চাইছি না,
হতেও চাই না পথের সীমানা।
"স্রষ্টার সৃষ্টিতে নেই দ্বিধা, সংঘাত,
অটূট চিরকাল..."
এই প্রার্থনাই হোক জাগরণের হাতিয়ার।
এই হাতিয়ার
সময়ের বিবর্তনে পরিবর্তীতে হোক আমাদের সব।
অপেক্ষা সেই দিনের, স্বপ্নরাই বাঁচবে নিজের হয়ে।
মনুষ্যত্বের পর্দার আড়ালে কূটনৈতিক যারা,
উন্মোচিত হবে সব মুখোশ এক এক করে।
আশাহত নই, সঙ্কিত বটে।
প্রজন্ম অভিশপ্ত হবে, কৃতকর্মের প্রতিদান হয়ে।
সভ্য মানব নির্দ্বিধায় ভীড়ছে ভাঙ্গাভাঙ্গির দলে,
কেউ চায়, কেউ চায় না, তবুও ছুটতে হয় ভিন্ন পথে।
এই বিভেদ ঘর আমি চাইছি না,
হতেও চাই না পথের সীমানা।
"স্রষ্টার সৃষ্টিতে নেই দ্বিধা, সংঘাত,
অটূট চিরকাল..."
এই প্রার্থনাই হোক জাগরণের হাতিয়ার।
এই হাতিয়ার
হাতিয়ার
এই হাতিয়ার
ফিরে তাকাও...
ভিতরটা কি বলে?
বৈষম্য ই কি প্রাধান্যে থাকে?
আদর্শ যদি ভাঙ্গনের গল্প বলে,
যেনো.পরাজয় হলো মানবতার কাছে।

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists