Dipto - Nichhok Anubhuti lyrics
Artist:
Dipto
album: Akta Shorol Onko
নিছক অনুভূতির ছকে
আকাশটা ভিজে ভিজে কাঁদে
নিকশ আঁধারে তারাদের লুকোচুরি
ছেলেটা একা একা ভাবে
হেঁটেছিল সে কবে কার সাথে
হোঁচট খেয়েছিল কীসে
রোদে চোখ ধাঁধায়, বাতাসে পিচঢালা গন্ধ
ছেলেটা আজ হাঁটতে নেমেছে
ছেলেটা আজ হাঁটতে নেমেছে
শহরের অপর প্রান্তে
প্রজাপতি ওড়ে ফুলের মৌতাতে
বৃষ্টি সেখানে গাইতে নেমেছে
উজানের টানে হৃদয় আজ জোয়ারে
সাজানো বাগান, সুখী সুখী মেঘের ছায়া
একটা মেয়ের একা-একা একা লাগে
একটা মেয়ের একা-একা একা লাগে
♪
রবির আলো আঁধারে হয় চাঁদের আলো
কবে কখন দেখা হলো, হৃদয় জুড়ে তাড়াহুড়ো
হাঁটতে চলো, হাঁটতে চলো, চলো
অবিরাম হাঁটি চলো একসাথে
আকাশ ডিঙ্গিয়ে রোদের সাথে
অবিরাম হাঁটি চলো বৃষ্টি ঝড়ে
হাঁটি চলো একসাথে আকাশ ডিঙ্গিয়ে
নিছক অনুভূতির ছকে
আকাশটা ভিজে ভিজে কাঁদে
পথে হলো দেরী, শহরে শহরে কোলাহল জাগে
বহু পথ আজও পড়ে আছে
Поcмотреть все песни артиста
Other albums by the artist