কলমে cap আমি কখনো পরাই নাই যদি পাছে লেখা ভুলে যাই সেটা যেন হয় মোর শেষ দিন ভয় পাই আমি, বড় ভয় পাই লেখাতেই যাত্রা, লেখাতেই শেষ আমি ভালো আছি এই নিয়ে বেশ লেখাতেই যাত্রা, লেখাতেই শেষ আমি ভালো আছি এই নিয়ে বেশ আমি ভালো আছি এই নিয়ে বেশ ♪ মস্তিষ্কে পেরেক ঠুকি যখন লিখতে পারি না মৃত্যু কী বস্তু, ঠান্ডা না গরম, জানতেও চাই না তবে বয়েস বাড়ছে মাথা আগের মতো আর কাজ করে না তবু চষে ফেলি এধার-ওধার, থেমে থাকি না লেখাটা না লিখে কখনো ঘুমোতে পারি না আলোটা জ্বালাই নেভাই, সেও এক যন্ত্রণা মাঝে মাঝে মনে হয় এই তো শেষ, আর হবে না আবার বেরোয় দু'টো-একটা লাইন, শুয়ে থাকা হয় না লেখাতেই যাত্রা, লেখাতেই শেষ আমি ভালো আছি এই নিয়ে বেশ লেখাতেই যাত্রা, লেখাতেই শেষ আমি ভালো আছি এই নিয়ে বেশ আমি ভালো আছি এই নিয়ে বেশ ♪ কখনো লেখা আসে পরেরটা আগে, আগেরটা পরে কখনো লেখা আসে পরেরটা আগে, আগেরটা পরে শেষমেশ লেখার puzzle মেলাই অনেকক্ষণ, অনেকক্ষণ ধরে শেষমেশ লেখার puzzle মেলাই অনেকক্ষণ, অনেকক্ষণ ধরে লেখাতেই যাত্রা, লেখাতেই শেষ আমি ভালো আছি এই নিয়ে বেশ লেখাতেই যাত্রা, লেখাতেই শেষ আমি ভালো আছি এই নিয়ে বেশ আমি ভালো আছি এই নিয়ে বেশ