Dipto - Shorno Hridoy lyrics
Artist:
Dipto
album: Akashey Agun Jaliye Dibo
এখন সময় শান্ত হবার
চুপটি বসে নীরবে ভাবার
এখন সময় শান্ত হবার
চুপটি বসে নীরবে ভাবার
এ হৃদয় ভালোবাসার
জ্বলে মনে প্রয়োজনে
অব্যক্ত আয়োজনে
খুঁজেছি তোমায়
স্বর্ণ হৃদয়, স্বর্ণ হৃদয়
স্বর্ণ হৃদয়, স্বর্ণ হৃদয়
স্বর্ণ হৃদয়
এখন সময় শান্ত হবার
চুপটি বসে নীরবে ভাবার
এখন সময় শান্ত হবার
চুপটি বসে নীরবে ভাবার
♪
তোমার নতুন দিনের স্বপ্নটা সাজাই
তোমার সকাল দুপুর ভাবনাটা ভাবাই
কষ্টি পাথরে খোদাই করে ইচ্ছেটা জানাই
জ্বলে মনে প্রয়োজনে
অব্যক্ত আয়োজনে
খুঁজেছি তোমায়
স্বর্ণ হৃদয়, স্বর্ণ হৃদয়
স্বর্ণ হৃদয়, স্বর্ণ হৃদয়
স্বর্ণ হৃদয়
♪
শেষ বিকেলের মেয়ে, সন্ধ্যেটা সাজাও
অবিরাম বৃষ্টি, সাগরকে ভেজাও
কষ্টি পাথরে খোদাই করে ইচ্ছেটা জানাই
জ্বলে মনে প্রয়োজনে
অব্যক্ত আয়োজনে
খুঁজেছি তোমায়
স্বর্ণ হৃদয়
এখন সময় শান্ত হবার
চুপটি বসে নীরবে ভাবার
এখন সময় শান্ত হবার
চুপটি বসে নীরবে ভাবার
এ হৃদয় ভালোবাসার
জ্বলে মনে প্রয়োজনে
অব্যক্ত আয়োজনে
খুঁজেছি তোমায়
স্বর্ণ হৃদয়, স্বর্ণ হৃদয়
স্বর্ণ হৃদয়, স্বর্ণ হৃদয়
স্বর্ণ হৃদয়
স্বর্ণ হৃদয়, স্বর্ণ হৃদয়
স্বর্ণ হৃদয়, স্বর্ণ হৃদয়
Поcмотреть все песни артиста
Other albums by the artist