Razib - Dohon lyrics
Artist:
Razib
album: Ekla Manush
এক পা দু পা করিয়া মাওলা গো
আমারে, আমারে., আমারে লইয়া চলো তুমি
এক পা দু পা করিয়া মাওলা গো
আমারে, আমারে... আমারে লইয়া চলো তুমি
গুনার বোঝা বইব আর কতকাল আমি
গুনার বোঝা বইব আর কতকাল আমি
আমারে পার কর হে তুমি
আমারে, আমারে... আমারে লইয়া চলো তুমি
এক পা দু পা করিয়া মাওলা গো
আমারে, আমারে., আমারে লইয়া চলো তুমি
অন্তর্দহন সদাই সদাই
প্রানের জালা কেউ বোঝে না
ঘাটের মরা ঘাটে রইলাম খেয়া চোখে পড়ে না
অন্তর্দহন সদাই সদাই
প্রানের জালা কেউ বোঝে না
ঘাটের মরা ঘাটে রইলাম খেয়া চোখে পড়ে না
আমারে পার কর হে তুমি
আমারে, আমারে... আমারে লইয়া চলো তুমি
এক পা দু পা করিয়া মাওলা গো.
আমারে, আমারে., আমারে লইয়া চলো তুমি
এইবুজি এবেলা যায় রে হায় ডুবে
একটুখানি আলো জ্বালো আমার আধার ঘরে
এইবুজি এবেলা যায় রে হায় ডুবে
একটুখানি আলো জ্বালো আমার আধার ঘরে
তোমার নামে সকল আসান পার হয়ে যায়
যানি মাওলা গো... পার হয়ে যায় যানি
তোমার নামে সকল আসান পার হয়ে যায় যানি
তুমি আমার জীবন খেয়া মাঝি...
আমারে, আমারে... আমারে লইয়া চলো তুমি
এক পা দু পা করিয়া মাওলা গো...
আমারে, আমারে., আমারে লইয়া চলো তুমি
গুনার বোঝা বইব আর কতকাল আমি
গুনার বোঝা বইব আর কতকাল আমি
আমারে পার কর হে তুমি
আমারে, আমারে... আমারে লইয়া চলো তুমি
এক পা দু পা করিয়া মাওলা গো
আমারে, আমারে., আমারে লইয়া চলো তুমি
আমারে লইয়া চলো তুমি
মাওলাগো
আমারে লইয়া চলো তুমি
Поcмотреть все песни артиста
Other albums by the artist