উপরে বিশাল আকাশের ছামিয়ানা নিচে ধুলিমাখা ধরনীর আল্পনা মাঝখানে মিথ্যে আশায় ভাসাই ভেলা. আবর্জনায় ছেয়ে গেছে প্রান্তর ভালো নাই ভালো নাই মানুষের অন্তর বিধাতাও হাসে, এ কোন খেলা! আশা নেই আশা নেই কোনখানে মানুষের মাঝে ভালোবাসা নেই প্রানে তবুও কেন বেচে থাকার অভিনয়। জানি তুমি ভাবছো যা আমিও তাই ভাবি তবুও জানিনা কি বলে আগামী বেচে আছি নিয়ে বাচার সংশয়। উপরে বিশাল আকাশের ছামিয়ানা নিচে ধুলিমাখা ধরনীর আল্পনা মাঝখানে মিথ্যে আশায় ভাসাই ভেলা. খুজতে গিয়ে অন্ন, হয়ে যাই কত বন্য এই কি সেই স্বাধীনতা ধন্য তুমি ধন্য আশা নেই আশা নেই কোনখানে মানুষের মাঝে ভালোবাসা নেই প্রানে তবুও কেন বেচে থাকার অভিনয়। জানি তুমি ভাবছো যা আমিও তাই ভাবি তবুও জানিনা কি বলে আগামী বেচে আছি নিয়ে বাচার সংশয়। উপরে বিশাল আকাশের ছামিয়ানা নিচে ধুলিমাখা ধরনীর আল্পনা মাঝখানে মিথ্যে আশায় ভাসাই ভেলা গদি জুটলে একবার, তোমারে কি দরকার তুমি পাঠাও ক্ষমতায় এরপর চিনিনা তোমায় আশা নেই আশা নেই কোনখানে মানুষের মাঝে ভালোবাসা নেই প্রানে তবুও কেন বেচে থাকার অভিনয়। জানি তুমি ভাবছো যা আমিও তাই ভাবি তবুও জানিনা কি বলে আগামী বেচে আছি নিয়ে বাচার সংশয়। উপরে বিশাল আকাশের ছামিয়ানা নিচে ধুলিমাখা ধরনীর আল্পনা মাঝখানে মিথ্যে আশায় ভাসাই ভেলা. এবার সময় এসেছে জেগে ওঠার চোখ মিলে তাকিয়ে দুনিয়া দেখার আর ভাসবোনা মিথ্যে আশার ভেলায় ফুলে ফুলে এবার ছেয়ে যাবে প্রান্তর আবার হাসবে মানুষের অন্তর মিলবো ঠিকই সবাই প্রানের মেলায় জেগে ওঠো আবার জেগে ওঠো কাটা নয় ফুল তবে আর ফুটে যেন ফোটো এবার শুরু হলো বাচার লড়াই জেগে ওঠো বাঙ্গালী জেগে ওঠো বুকে প্রত্যয় নিয়ে আগামীর পথে ছোট এবার শুরু হলো বাচার লড়াই!!! জেগে ওঠো আবার জেগে ওঠো কাটা নয় ফুল তবে আর ফুটে যেন ফোটো এবার শুরু হলো বাচার লড়াই জেগে ওঠো বাঙ্গালী জেগে ওঠো বুকে প্রত্যয় নিয়ে আগামীর পথে ছোট এবার শুরু হলো বাচার লড়াই!!! রনি