Cold-J - Nil Bedona lyrics
Artist:
Cold-J
album: Nil Bedona
তুমি আসবে বলে
আজও পথ চেয়ে আছি
যতদূর বৃষ্টি পড়ে
স্বপ্ন দুহাতে ধরে
আজও মন কেঁদে মরে
ভালবাসবে বলে
অপেক্ষায় ডুবে আছি
সারাটি জীবন ধরে
অশ্রু ঝরে পড়ে
হ্রদয়ের প্রান্ত ছেয়ে
তোমায় ছাড়া নীল বেদনা
দিন কেটে যায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist