তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে
তব পূণ্য-কিরণ দিয়ে যাক মোর
মোহ-কালিমা ঘুচায়ে
মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে
♪
লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে
জানি না কখন ডুবে যাবে কোন অকুল-গরল-পাথারে
লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে
জানি না কখন ডুবে যাবে কোন অকুল-গরল-পাথারে
প্রভু, বিশ্ব-বিপদহন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা
তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত-বাসনা গুছায়ে
মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে
♪
আছো অনল-অনিলে, চিরনভোনীলে, ভূধরসলিলে গহনে
আছো বিটপীলতায়, জলদের গায়, শশীতারকায় তপনে
আছো অনল-অনিলে, চিরনভোনীলে, ভূধরসলিলে গহনে
আছো বিটপীলতায়, জলদের গায়, শশীতারকায় তপনে
আমি নয়নে বসন বাঁধিয়া
বসে আঁধারে মরি গো কাঁদিয়া
আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু
দাও হে দেখায়ে বুঝায়ে
মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে
তব পূণ্য-কিরণ দিয়ে যাক মোর
মোহ-কালিমা ঘুচায়ে
মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে
Поcмотреть все песни артиста
Other albums by the artist