প্রকৃতির বন্দনায় দুই কবি রচনা করেছেন অনেক গান
গ্রীষ্মের দাবদাহে, বৈশাখে ও জ্যৈষ্ঠে জন্মগ্রহণ করা দুই কবি
শীতকে আবাহন করলেন
অথবা বলা যায় পৌষ বন্দনায় করলেন অবগাহন
পৌষমেলায় যেন দুই বাউল একতারা আর দোতারা নিয়ে
মাঠের বাঁশির খুশি আর ভাঙা-গড়ার শুষ্কতার বৈপরীত্যের
ছবি দেখিয়ে দেন
♪
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে
মরি, হায়, হায়, হায়
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে
মরি, হায়, হায়, হায়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
♪
হাওয়ার নেশায় উঠল মেতে
দিগবধূরা ধানের ক্ষেতে
হাওয়ার নেশায় উঠল মেতে
দিগবধূরা ধানের ক্ষেতে
রোদের সোনা ছড়িয়ে পড়ে
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে
মরি, হায়, হায়, হায়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
♪
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল
ঘরেতে আজ কে রবে গো
খোলো খোলো দুয়ার খোলো
খোলো খোলো দুয়ার খোলো
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল
ঘরেতে আজ কে রবে গো
খোলো খোলো দুয়ার খোলো
খোলো খোলো দুয়ার খোলো
আলোর হাসি উঠল জেগে
ধানের শিষে শিশির লেগে
আলোর হাসি উঠল জেগে
ধানের শিষে শিশির লেগে
ধরার খুশি ধরে না গো
ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে
মরি, হায়, হায়, হায়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
Поcмотреть все песни артиста