Kishore Kumar Hits

Rabindranath Tagore - Tomar Aamar Ei Biraher lyrics

Artist: Rabindranath Tagore

album: 25 Shey Baishakh Vol. 4


রবীন্দ্রনাথ বিরহের কথা বলতে গিয়ে
সেতু বাঁধলেন দুটি অন্তরাত্মার, অন্তরাল হতে পূজার সুরে
নজরুল তীব্রতর করলেন তার গভীর প্রেম
না, বিরহ তো এক জন্মের নয়, জন্মে জন্মে আসে সেই সুর
ভাসিয়ে নিয়ে যায় দুই কবিকে
তোমার আমার এই বিরহের অন্তরালে
কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে
তোমার আমার এই বিরহের অন্তরালে
তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে
তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে
এবার সেবার কাজে ডেকে লও
এবার সেবার কাজে ডেকে লও
ডেকে লও সন্ধ্যাকালে
কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে
তোমার আমার এই বিরহের অন্তরালে
বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তঃপুরে
বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তঃপুরে
চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে
দুঃখ সুখ আপনারই, সে বোঝা হয়েছে ভারী
দুঃখ সুখ আপনারই, সে বোঝা হয়েছে ভারী
যেন সে সঁপিতে পারি চরম পূজার
চরম পূজার থালে
কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে
তোমার আমার এই বিরহের অন্তরালে
কত আর সেতু বাঁধি

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists