Kishore Kumar Hits

Durnibar - Kolahol To Baron Holo lyrics

Artist: Durnibar

album: Tumi Aamari


কোলাহল তো বারণ হল, এবার কথা কানে কানে
এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে
কোলাহল তো বারণ হল

রাজার পথে লোক ছুটেছে, বেচাকেনার হাঁক উঠেছে
আমার ছুটি অবেলাতেই দিনদুপুরের মধ্যখানে
কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তা কেই বা জানে
কোলাহল তো বারণ হল

মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া
মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া
মন্দ-ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে
অলস-বেলায় খেলার সাথি এবার আমার হৃদয় টানে
বিনা-কাজের ডাক পড়েছে কেন যে তা কেই বা জানে
কোলাহল তো বারণ হল, এবার কথা কানে কানে
এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে
কোলাহল তো বারণ হল

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists