Krisnakoli - Dubidubi lyrics
Artist:
Krisnakoli
album: Surje Badhi Basha
আজ ঝড় ভালোবাসা আনন্দে ভেসে যাওয়া
ডুবি ডুবি ভেসে উঠি অঙ্গনে আমার
♪
আজ ঝড় ভালোবাসা আনন্দে ভেসে যাওয়া
ডুবি ডুবি ভেসে উঠি অঙ্গনে আমার
নেচে নেচে চেয়ে থাকি দূর পানে আমার
আমার আমার
♪
আজ ঢেউ বয়ে যাওয়া ঢেউ গুণে যাওয়া ঢেউ তুলে
নদীর তালে খুব ছুটে চলা
খুব খুব খুব ভেসে যাওয়া
♪
আকাশ নীল আকাশ নীল আকাশ
মেঘ ভাসা অনেক আকাশ আকাশ বুকে নিয়ে ভাসা
আকাশ বুকে নিয়ে হাসা
আজ ঝড় ভালোবাসা আনন্দে ভেসে যাওয়া
ডুবি ডুবি ভেসে উঠি অঙ্গনে আমার
♪
সোনা সোনা সোনা সোনা রোদ
সোনা সোনা সোনা সোনা রোদ
কচি সবুজ পাতার পেছনের আলো
খুব অন্যরকম খুব অন্যকিছু খুব ভালো
খুব অন্যরকম খুব অন্য কিছু খুব ভালো
আজ ঝড় ভালোবাসা আনন্দে ভেসে যাওয়া
ডুবি ডুবি ভেসে উঠি অঙ্গনে আমার
নেচে নেচে চেয়ে থাকি দূর পানে আমার
আমার আমার
Поcмотреть все песни артиста
Other albums by the artist