Kishore Kumar Hits

Debdeep Mukherjee - Haranor Kichhu Nei Slow lyrics

Artist: Debdeep Mukherjee

album: Kholam Kuchi


হারানোর কিছু নেই
আর নেই কিছু হারানোর
হারানোর কিছু নেই, নেই, নেই, নেই, নেই
নেই কিছু হারানোর
নীচু চৌকাঠ, মাথা সামলে
জীবন পেছল ছড়ানো
ও তো বুঝবে না আজ কেন প্রয়োজন
শুধু দুটো হাত বাড়ানোর
আমিষের তাকে ওষুধের শিশি
কিসের অসুখ সারানোর
হারানোর কিছু নেই
আর নেই কিছু হারানোর
হারানোর কিছু নেই, নেই, নেই, নেই, নেই
নেই কিছু হারানোর
এই, দেখি না মুঠোতে লুকোলে কী ওটা
কিছু নেই, কিছু নেই
আর নেই কিছু হারানোর
ভয় পেয়ে ওঠে বুড়ো পিয়ানোটা
কিছু নেই, কিছু নেই
আর নেই কিছু হারানোর
লেখে বসন্ত অক্ষর গোটা গোটা
কিছু নেই, কিছু নেই
নেই কিছু হারানোর
বুকে এস্রাজ, চোখে বাকরুদ্ধতা
কিছু নেই, নেই, নেই, নেই
নেই কিছু হারানোর
আগে থেকে বোকা
তাকে ফের বোকা বানানোর কিছু নেই
এই আমার তোমায় না আছে লুকোনো
জানানোরও কিছু নেই
ঘুমিয়ে পড়েছে, তাকে আর ঘুম পাড়ানোর কিছু নেই
হারানোর কিছু নেই
আর নেই কিছু হারানোর
হারানোর কিছু নেই, নেই, নেই, নেই, নেই
নেই কিছু হারানোর
খুশির বিন্দু ফুলের পরাগে
আসল কথাটা বলি তার আগে
ভালোবাসা পেতে সবার ভালো লাগে
এই খুশির বিন্দু ফুলের পরাগে
আসল কথাটা বলি তার আগে
ভালোবাসা পেলে এমনি ভালো লাগে
খুব কি জরুরি এখন ঝগড়াটা বাঁধানোর
এই হাত থেকে তার অস্ত্র নামানো
ধর্মের কল বাতাসে নাড়ানো
ধরা দেবো বলে এসেছি যখন
পালানোর কিছু নেই
বলি কি যা অন্ধকার, তাতে ছোট আলো
জ্বালানোর কিছু নেই
স্বপ্নের চোখে অত কালসিটে
সাজানোর কিছু নেই
আর বাঁশি পড়ে থাকা একলা দুপুরে
বাজানোর কিছু নেই
হারানোর কিছু নেই
আর নেই কিছু হারানোর
হারানোর কিছু নেই, নেই, নেই, নেই, নেই
নেই কিছু হারানোর

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists