কিছু খয়েরি চোখের বিকেল
আঁকে টুকরো আলোর ছবি
স্বপ্ন রঙের মেয়েটা
আগুন ফুলের গন্ধ মেখে চলে গেছে
স্বপ্ন রঙের মেয়েটা
আগুন ফুলের গন্ধ মেখে চলে গেছে
আমি বসে আছি একা নিজের চারিধারে
নিজের সঙ্গে যুদ্ধ বানাই শান্তি অভিসারে
স্বপ্ন রঙের মেয়েটা
আগুন ফুলের গন্ধ মেখে চলে গেছে
♪
তার নরম দৃষ্টি ঠিক সন্ধ্যা প্রদীপ
আর পাহাড়ি চোখের কোলে রোদের শ্বাস
শুকনো পদক্ষেপে বৃষ্টি নামতো তার
আঁচলে আঁচলে ভরা ফুলের মাস
তার নরম দৃষ্টি ঠিক সন্ধ্যা প্রদীপ
আর পাহাড়ি চোখের কোলে রোদের শ্বাস
শুকনো পদক্ষেপে বৃষ্টি নামতো তার
আঁচলে আঁচলে ভরা ফুলের মাস
কিছু কষ্ট বেরোয় ঠোঁটে
ভালোবাসে সাবধানে
রাত্রি রঙের মেয়েটা
নোনা মাটির গন্ধ মেখে চলে গেছে
স্বপ্ন রঙের মেয়েটা
আগুন ফুলের গন্ধ মেখে চলে গেছে
♪
মেঘলা আকাশে ওড়ে
বাদামি পাখিটা তার
ডানার ঝাপটে ওড়ে মন খারাপ
মেঘলা আকাশে ওড়ে
বাদামি পাখিটা তার
ডানার ঝাপটে ওড়ে মন খারাপ
বাতাসের পিঠে পিঠ
মাটির এ দেওয়াল আর
বিষাদ পরশে তার দল হারায়
তার খয়েরি চোখের বিকেল
আঁকে টুকরো আলোর স্মৃতি
ওই স্বপ্ন রঙের পাখি
মন খারাপের ঠোঁটে চিঠি চলে গেছে
স্বপ্ন রঙের মেয়েটা
আগুন ফুলের গন্ধ মেখে চলে গেছে
ওই রাত্রি রঙের মেয়েটা
নোনা মাটির গন্ধ মেখে চলে গেছে
ওই স্বপ্ন রঙের পাখি
মন খারাপের ঠোঁটে চিঠি চলে গেছে
Поcмотреть все песни артиста
Other albums by the artist