Arko Mukhaerjee - Rumjhum Jhumjhum lyrics
Artist:
Arko Mukhaerjee
album: Five
রুমঝুম ঝুমঝুম
রুমঝুম ঝুম
রুমঝুম ঝুমঝুম
রুমঝুম ঝুম
খেজুর পাতায় নূপুর বাজায়ে
কে যায়, যায়
রুমঝুম ঝুমঝুম
রুমঝুম ঝুম
রুমঝুম ঝুমঝুম
রুমঝুম ঝুম
খেজুর পাতায় নূপুর বাজায়ে
কে যায়, যায়
♪
ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে
ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে
কুসুম ছড়ায় পথের বালুকায়
কুসুম ছড়ায় পথের বালুকায়
রুমঝুম ঝুমঝুম
রুমঝুম ঝুম
রুমঝুম ঝুমঝুম
রুমঝুম ঝুম
খেজুর পাতায় নূপুর বাজায়ে
কে যায়, যায়
♪
তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার
তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার
সে যেতে যেতে ছড়ায় পথে পাথরকুচির হার
তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি
ঈদের চাঁদ - ও চায়
তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি
ঈদের চাঁদ - ও চায়
রুমঝুম ঝুমঝুম
রুমঝুম ঝুম
রুমঝুম ঝুমঝুম
রুমঝুম ঝুম
খেজুর পাতায় নূপুর বাজায়ে
কে যায়, যায়
♪
আরবি ঘোড়ায় সওয়ার হয়ে
বাদশাজাদা বুঝি সাহারাতে ফেরে
আরবি ঘোড়ায় সওয়ার হয়ে
বাদশাজাদা বুঝি সাহারাতে ফেরে
কোন মরীচিকায় খুঁজি
কত তরুণ মুসাফির
পথ হারালো হায়
কত তরুণ মুসাফির
পথ হারালো হায়
কত বনের হরিণ মরে
তারই রূপ তৃষায়
কত বনের হরিণ মরে
তারই রূপ তৃষায়
রুমঝুম ঝুমঝুম
রুমঝুম ঝুম
রুমঝুম ঝুমঝুম
রুমঝুম ঝুম
খেজুর পাতায় নূপুর বাজায়ে
কে যায়, যায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist