Nogor Baul James - Kobita lyrics
Artist:
Nogor Baul James
album: Best of James
কবিতা
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা
এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা
দেখবে আমাদের ভালোবাসা
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল
পদ্ম পাতার জল
কবিতা
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা
এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা
♪
বেদনা-সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফিরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন
বেদনা-সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফিরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন
দেখবে আমাদের ভালোবাসা
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল
পদ্ম পাতার জল
কবিতা
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা
এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা
♪
নয়ন গভীরে আঁকি না
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বলো পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা
নয়ন গভীরে আঁকি না
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বলো পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা
দেখবে আমাদের ভালোবাসা
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল
পদ্ম পাতার জল
কবিতা
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা
এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা
দেখবে আমাদের ভালোবাসা
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল
পদ্ম পাতার জল
পদ্ম পাতার জল
Поcмотреть все песни артиста
Other albums by the artist