চায়ের কাপে পরিচয় তোমার সাথে পথে দেখা হলো আবার শানকিতে হাত রেখে কিশোর ছেলে ডাক দেয় সাথী হবার মন যদি কাঁদে ওদেরই তরে জনস্রোতে চলো না মন যদি কাঁদে ওদেরই তরে জনস্রোতে চলো না, চলো না চায়ের কাপে পরিচয় তোমার সাথে পথে দেখা হলো আবার শানকিতে হাত রেখে কিশোর ছেলে ডাক দেয় সাথী হবার ♪ জানো তো দু'বেলা আহার জোটেনা ওদের কবিতা বিমূর্ত হয় অভাবী ছায়ায় কিছু করার এই তো সময় দিন চলে যায় মন যদি কাঁদে ওদেরই তরে জনস্রোতে চলো না মন যদি কাঁদে ওদেরই তরে জনস্রোতে চলো না, চলো না চায়ের কাপে পরিচয় তোমার সাথে পথে দেখা হলো আবার শানকিতে হাত রেখে কিশোর ছেলে ডাক দেয় সাথী হবার ♪ আমরা দু'জনে এখন ওদেরই ভাষায় সাহসী সব ছবি আঁকি সুখেরই আশায় কিছু করার এই তো সময় দিন চলে যায় মন যদি কাঁদে ওদেরই তরে জনস্রোতে চলো না মন যদি কাঁদে ওদেরই তরে জনস্রোতে চলো না, চলো না চায়ের কাপে পরিচয় তোমার সাথে পথে দেখা হলো আবার শানকিতে হাত রেখে কিশোর ছেলে ডাক দেয় সাথী হবার মন যদি কাঁদে ওদেরই তরে জনস্রোতে চলো না মন যদি কাঁদে ওদেরই তরে জনস্রোতে চলো না, চলো না চায়ের কাপে পরিচয় তোমার সাথে পথে দেখা হলো আবার শানকিতে হাত রেখে কিশোর ছেলে ডাক দেয় সাথী হবার