চুপ করে কী ভাবছো, বলো
বলো, তুমি কি আমাকেই ভাবো?
ওই চোখে যে স্বপ্ন আঁকো
বলো, সেখানেও আমাকেই রাখো
বয়ে যায়, প্রেম বয়ে যায় দু'জনার অনুভবে
ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায় অনুক্ষণ অনুরাগে
♪
আদর-আদর চোখে সারা বেলা কেটে যায়
দেখে চোখের জলে, ভালোবাসা মিশে রয়
বয়ে যায়, প্রেম বয়ে যায় দু'জনার অনুভবে
ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায় অনুক্ষণ অনুরাগে
চুপ করে কী ভাবছো, বলো
বলো, তুমি কি আমাকেই ভাবো?
ওই চোখে যে স্বপ্ন আঁকো
বলো, সেখানেও আমাকেই রাখো
♪
দু'জন মানুষ যখন কাছে আসে দু'জনার
কি আর থাকে বলো পৃথিবীতে হারাবার?
বয়ে যায়, প্রেম বয়ে যায় দু'জনার অনুভবে
ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায় অনুক্ষণ অনুরাগে
চুপ করে কী ভাবছো, বলো
বলো, তুমি কি আমাকেই ভাবো?
ওই চোখে যে স্বপ্ন আঁকো
বলো, সেখানেও আমাকেই রাখো
বয়ে যায়, প্রেম বয়ে যায় দু'জনার অনুভবে
ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায় অনুক্ষণ অনুরাগে
বয়ে যায়, প্রেম বয়ে যায় দু'জনার অনুভবে
ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায় অনুক্ষণ অনুরাগে
Поcмотреть все песни артиста
Other albums by the artist