এই দিদিমণি, দিদিমণি, সেলাই দিদিমণি । ছলো ছলো চোখে সেই দিদিমণি । আরে দিদিমণি, দিদিমণি । সেলাই দিদিমণি । আআআ... দিদিমণি এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি ও লাল টুকটুক সেলাই দিদিমণি । আরে দিদিমণি নিও তুমি আমার ভালবাসা, তোমার চোখে দেখি আমি, রঙ্গিন দিনের আশা । লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি । লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি । আরে উদয় অস্ত খাটো তুমি, ঝরাও দেহের ঘাম । মহাজনও দেয় কি তোমার, ঘামের সঠিক দাম । কখনও তুমি শিল্পী আর কখনও তুমি নারী । কখনও তুমি প্রেমিকা আর কখনও প্রতিবাদী । এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি ও লাল টুকটুক সেলাই দিদিমণি । দিদিমণি নিও তুমি আমার ভালোবাসা, তোমার চোখে দেখি আমি, রঙ্গিন দিনের আশা । লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি । লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি ।