Kishore Kumar Hits

Nagar Baul James - Je Pothe Pothik Nei lyrics

Artist: Nagar Baul James

album: BEST OF JAMES


যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর
একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর
একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে
অর্ধেক পুর্ণিমা রাতে
মেঘের আড়ালে
আকাশের লুকোচুরি খেলা
নির্ঘূম রাত শেষে
চাঁদের ফাসিঁ হয়
সূর্যের আশীর্বাদে
ক্লান্ত প্রভাতে
সূর্যের আশীর্বাদে
যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
একগ্লাস অন্ধকার আর
একগ্লাস জোছনা হাতে
যে পথে পথিক নেই
রাত জাগা অজস্র তারা
বানাই আলোর সেতু
নিরব রাতে নিরবতা ভাঙ্গে
উড়ন্ত ধূমকেতু
ছায়াপথ ধরে
আমি হেঁটে যাই
অসীম আমি
ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো
রাতের অরণ্যে ভোজসভায়
উৎসবে মাতে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর
একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর
একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে, সেই পথে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর
একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে
ছায়া পথ ধরে আমি হেঁটে যাই
অসীম আমি
ঈশ্বরের মত ভবঘুরে স্বপ্নগুলো
রাতের অরণ্যে ভোজসভায়
উৎসবে মাতে
একা আমি একলা রাতে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর
একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists