Lutfor Hasan - Porer Kemne Hou lyrics
Artist:
Lutfor Hasan
album: Porer Kemne Hou
এত কাছে আছি রে, বন্ধু, তবু আপন নও
এত কাছে আছি রে, বন্ধু, তবু আপন নও
এতটা কাল সঙ্গে থেকেও পরের ক্যামনে হও?
এতটা কাল সঙ্গে থেকেও পরের ক্যামনে হও?
♪
কত চান্দের দোহাই দিয়া রাত্রি করো পার
এখনও তো চান্দেই থাকো, সঙ্গে কে তোমার?
কত চান্দের দোহাই দিয়া রাত্রি করো পার
এখনও তো চান্দেই থাকো, সঙ্গে কে তোমার?
আমার স্বপন ডুবুডুবু, চোখের নজর নিভু নিভু
ক্যামনে পারো কও?
এতটা কাল সঙ্গে থেকেও পরের ক্যামনে হও?
এতটা কাল সঙ্গে থেকেও পরের ক্যামনে হও?
♪
আমার বুকে শুইছো তুমি, ভাসে মুখটা কার
এখন তুমি অন্য বুকে, জায়গা নাই আমার
আমার বুকে শুইছো তুমি, ভাসে মুখটা কার
এখন তুমি অন্য বুকে, জায়গা নাই আমার
পুরান মানুষ চুপটি করে একলা একা ফিরছে ঘরে
খবর কি তার লও?
এতটা কাল সঙ্গে থেকেও পরের ক্যামনে হও?
এতটা কাল সঙ্গে থেকেও পরের ক্যামনে হও?
Поcмотреть все песни артиста
Other albums by the artist