""জোনাকিরা গান গায় চাঁদেরও পাহাড়ে
রংধনু এসেছে আহারে
মায়াভড়া সন্ধ্যায় কে যেন গান গায়
সুখ তারা নেচেছে আহারে।
জোনাকিরা গান গায় চাঁদেরও পাহাড়ে
রংধনু এসেছে আহারে।
জ্বলেরও গায়ে কার ছবি একেঁ চেনা মুখের
ছবিটা একেঁছি, আর মনে মনে চেনা
মুখ খুজেছি, জ্বলের ও গায়ে কার ছবি একেঁ
চেনা মুখের ছবিটা একেছি
আর মনে মনে চেনা মুখ খুজেছি।
জোনাকিরা গান গায় চাঁদেরও পাহাড়ে
রংধনু এসেছে আহারে।
হাওয়া এসে দোল খায় দক্ষিনের জ্বানালায়
মেঘগুলো উড়ে উড়ে যায় কোথায়
আর মেঘগুলো পাখি হয়ে উড়ে যায়।
হাওয়া এসে দোল খায় দক্ষিনের জ্বানালায়
মেঘগুলো উড়ে উড়ে যায় কোথায়
আর মেঘগুলো পাখি হয়ে উড়ে যায়।
জোনাকিরা গান গায় চাঁদেরও পাহাড়ে
রংধনু এসেছে আহারে
মায়াভড়া সন্ধ্যায় কে যেন গান গায়
সুখ তারা নেচেছে আহারে।
জোনাকিরা গান গায় চাঁদেরও পাহাড়ে
রংধনু এসেছে আহারে।
(ভাঙা মন)
+৮৮০১৭৪৪৮৮৯৯৬৫
Поcмотреть все песни артиста
Other albums by the artist