কিছু কথা বলো তুমি সাধারণ ভাষায় অথবা কিছুক্ষণ বসে থাকো নীরবতায় একটু হাসো তুমি এতটুকু হালকা কথায় চোখ বুজে থাকো যদি কবি কবি ভাবনায় বিকেল ফুরিয়ে গেলেও কিছু আরও রয়ে যায় তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায় বিকেল ফুরিয়ে গেলেও কিছু আরও রয়ে যায় তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায় ♪ নিজেকেই লেখা চিঠি পড়তে দেবো তোমায় তুমি খুব হাসবে বুঝি সেই ছোট ছোট ঘটনায় আমি অল্পতে অভিমানী, অল্পতে মান ভেঙে যায় আবোল-তাবোল এই আমিটাই ভালোবাসি তোমায় বিকেল ফুরিয়ে গেলেও কিছু আরও রয়ে যায় তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায় বিকেল ফুরিয়ে গেলেও কিছু আরও রয়ে যায় তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায় কিছু কথা বলো তুমি সাধারণ ভাষায় অথবা কিছুক্ষণ বসে থাকো নীরবতায় একটু হাসো তুমি এতটুকু হালকা কথায় চোখ বুজে থাকো যদি কবি কবি ভাবনায় বিকেল ফুরিয়ে গেলেও কিছু আরও রয়ে যায় তোমাকেই দেখলেই আমার মন ভালো হয়ে যায় বিকেল ফুরিয়ে গেলেও কিছু আরও রয়ে যায় তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায় ♪ তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়