জানা নেই কখন কিভাবে ডুবেছি তোমাতে এভাবে কিছু কথা মনের ভাঁজে আনমনে লুকিয়ে আছে আঙুল ছুঁয়ে দেবার বাহানায় অনুভূতিগুলো ছুঁয়ে দেবো হাতে রেখে হাত তোমায় আরও আপন করে নেবো জানা নেই কখন কিভাবে ডুবেছি তোমাতে এভাবে কিছু কথা মনের ভাঁজে আনমনে লুকিয়ে আছে ♪ যা কিছু সুখের ভীড়ে লিখে যাচ্ছি তোমায় ভেবে সেই গল্প কবিতার আড়ালে ভালোবাসায় মিশে রবে আঙুল ছুঁয়ে দেবার বাহানায় অনুভূতিগুলো ছুঁয়ে দেবো হাতে রেখে হাত তোমায় আরও আপন করে নেবো হাতে রেখে হাত হাতে রেখে হাত হাতে রেখে হাত হাতে রেখে হাত জড়িয়ে তোমায় প্রতিটি ভোরে আধো আলোয় ঘুমের ঘোরে কিছু নালিশ মাখা আদরে জেগে রবো প্রেমের শহরে আঙুল ছুঁয়ে দেবার বাহানায় অনুভুতিগুলো ছুঁয়ে দেবো হাতে রেখে হাত তোমায় আরও আপন করে নেবো আঙুল ছুঁয়ে দেবার বাহানায় (আঙুল ছুঁয়ে দেবার বাহানায়) অনুভুতিগুলো ছুঁয়ে দেবো (অনুভুতি ছুঁয়ে দেবো) হাতে রেখে হাত তোমায় আরও আপন করে নেবো (আরও আপন করে নেবো) জানা নেই কখন কিভাবে