তোমার জন্য বেঁচে আছি আমার পৃথিবীতে তোমার জন্য হাটছি আমি পথ ছেড়ে ফুটপাতে আমার জীবনকে আকড়ে ধরে স্বপ্নগুলো ধুমড়ে মুচরে আমি বসে আছি শূণ্য হয়ে অপরাহ্নের গল্প বলি তুমি শুনছো কি? সুখ আমার নিয়ে গেল কোন সুখ পাখি? ছিন্ন হয়ে বসে আমি আজ দিন গুণি কোন রাতের তারা তুমি যাকে চিনি আমার বুকে ছিলো যত কষ্ট জমা মেপে দেখ পাবে না তার কোনো সীমানা আমার জীবনকে আকড়ে ধরে স্বপ্নগুলো ধুমড়ে মুচরে আমি বসে আছি শূণ্য হয়ে বসে আছি শূণ্য হয়ে চেনা পথের অজানা পথিক আমি রঙিন স্বপ্ন দেখতে গিয়ে কোথায় থামি আমার জীবন ছেয়ে ছিলো মেঘের ছায়ায় অন্ধকারে বেচে আছি তোমার মায়ায় আকাশের প্রশ্নবোধও প্রশ্নদেয় আমায় তার জন্য বেচে আছি বেচে আছি কোথায় আমার জীবনকে আকড়ে ধরে স্বপ্নগুলো ধুমড়ে মুচরে আমি বসে আছি শূণ্য হয়ে তোমার জন্য বেচে আছি আমার পৃথিবীতে তোমার জন্য হাটছি আমি পথ ছেড়ে ফুটপাতে আমার জীবনকে আকড়ে ধরে স্বপ্নগুলো ধুমড়ে মুচরে আমি বসে আছি শুন্য হয়ে আমার জীবনকে আকড়ে ধরে আমার স্বপ্নগুলো ধুমড়ে মুচরে আমি বসে আছি শূণ্য হয়ে