কান পেতে গান শুনেছিলাম সকালবেলার ভৈরবী কান পেতে গান শুনেছিলাম সকালবেলার ভৈরবী যে গান প্রাণে নিত্য আনে উদয় পথের ওই রবি সকালবেলার ভৈরবী ♪ যে গান আমার শিরায় শিরায় আঁধার মাঝে আলো ফিরায় যে গান আমার শিরায় শিরায় আঁধার মাঝে আলো ফিরায় বিশ্ব মাঝে গাইলো সে গান কোন ত্রিদিবের ওই কবি সকালবেলার ভৈরবী ♪ যে গান প্রাণে নিত্য মেলায় ভুবন ভরে চিত্ত বিলায় যে গান প্রাণে নিত্য মেলায় ভুবন ভরে চিত্ত বিলায় সেই গানে ওই গ্রহ-তারায় কোন অসীমের হৃদয় হারায় সেই গানে ওই গ্রহ-তারায় কোন অসীমের হৃদয় হারায় বিশ্বধারায় উঠলো ফুটে বিশ্বাতীতের ওই ছবি সকালবেলার ভৈরবী কান পেতে গান শুনেছিলাম সকালবেলার ভৈরবী