Kishore Kumar Hits

Babul Bose - Ei Matite Jonmo lyrics

Artist: Babul Bose

album: Dada Thakur


আসুন, বাবু, বসুন

না, ও নিচে যাক, ওর সাথে আমরা খেতে পারি না
(না, আমরা খেতে পারি না)
(এই সরো, সরো)
বসুন, আপনারা বসুন, আপনারা বসুন
(খাবো না)

এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ
ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ
এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ
ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ
জাত ভেদাভেদ ভোল, বন্ধু, বুকে তোল
বন্ধু মানেই আপনজন, বন্ধুই আসল

এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ
ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ

ছোট-বড় লোক বলে গায়ে লেখা থাকে না
কর্ম ছাড়া মানুষেরে কেউ তো মনে রাখে না
জাতের বড়াই করে লোকে কীসের জোরে বুঝি না
ছোটলোকের ঘরে কি আর পূজার আসন থাকে না?
জাত ভেদাভেদ ভোল, বন্ধু, বুকে তোল
বন্ধু মানেই আপনজন, বন্ধুই আসল

এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ
ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ

কেইবা মনিব, কেইবা চাকর, কেইবা মনে রাখে?
মনের টানে প্রাণটা কাঁদে, বন্ধু বুকে থাকে
মা-বাবা, ভাই-বোন, সে তো সবার ঘরে থাকে রে
মনের মতো সাথী কেবল ভাগ্যগুণে মেলে রে
জাত ভেদাভেদ ভোল, বন্ধু, বুকে তোল
বন্ধু মানেই আপনজন, বন্ধুই আসল

এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ
ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ
এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ
ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ
জাত ভেদাভেদ ভোল, বন্ধু, বুকে তোল
বন্ধু মানেই আপনজন বন্ধুই আসল

এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ
ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists