Kishore Kumar Hits

Rakib Musabbir - Bol Toke Chara lyrics

Artist: Rakib Musabbir

album: Bol Toke Chara


বল তোকে ছাড়া কে আছে
আমার এই মনে-প্রাণে
বল তোকে ছাড়া কে আছে
আমার এই মনে-প্রাণে
হয়ে গেলি তুই আপন
সে কথা চাই জানাতে
বল তোকে ছাড়া কে আছে
আমার এই মনে-প্রাণে
বল তোকে ছাড়া কে আছে
আমার এই মনে-প্রাণে

জানি আমি তুই দামি
জানে খোদা অন্তর্যামী
জানি আমি তুই দামি
জানে খোদা অন্তর্যামী
কী মায়ায় জড়ালে
পারি না ভুলিতে
বল তোকে ছাড়া কে আছে
আমার এই মনে-প্রাণে
বল তোকে ছাড়া কে আছে
আমার এই মনে-প্রাণে

মানি আমি, চিরসাথী
তুই আমার মনমাঝি
মানি আমি, চিরসাথী
তুই আমার মনমাঝি
কী সুখ ছড়ালে
মনেরই সাগরে
বল তোকে ছাড়া কে আছে
আমার এই মনে-প্রাণে
বল তোকে ছাড়া কে আছে
আমার এই মনে-প্রাণে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists