যত দূরে যাও, পাখি জানি ফিরবে আবার এ হৃদয় আছে খালি শুধু তোমাকেই দেওয়ার এই বুকেতে আজও আছো যতজন আসুক এই হৃদয়ে তোমায় পুষি চিরে দেখো এই বুক এই হৃদয়ে তোমায় পুষি চিরে দেখো এই বুক ♪ তুমি আমার মেঘলা আকাশ বড়ো চাওয়া বৃষ্টি তোমায় ছাড়া একলা আমি কেমনে বলো বাঁচি এই বুকেতে আজও আছো যতজন আসুক এই হৃদয়ে তোমায় পুষি চিরে দেখো এই বুক এই হৃদয়ে তোমায় পুষি চিরে দেখো এই বুক ♪ বুক-পাঁজরে খুব যতনে বেঁধেছি তোমায় আমি একলা করে চলে গেলে কী করে বলো বাঁচি এই বুকেতে আজও আছো যতজন আসুক এই হৃদয়ে তোমায় পুষি চিরে দেখো এই বুক এই হৃদয়ে তোমায় পুষি চিরে দেখো এই বুক