আমারে ছাড়িয়া রে বন্ধু যাইয়ো না তোমার লাইগা পরান কান্দে ঘরে মন বসে না রে আমার ঘরে মন বসে না আমারে ছাড়িয়া রে বন্ধু যাইয়ো না তোমার লাইগা পরান কান্দে ঘরে মন বসে না রে, দয়াল ঘরে মন বসে না ♪ কোন বা দেশে থাকো রে তুমি কোথায় তোমায় খুঁজি? চোখবান্ধা বলদের মতো দেশে দেশে ঘুরি কোন বা দেশে থাকো রে তুমি কোথায় তোমায় খুঁজি? চোখবান্ধা বলদের মতো দেশে দেশে ঘুরি তুমি ছাড়া আমার পরান বাঁচে না তোমার লাইগা পরান কান্দে ঘরে মন বসে না রে, দয়াল ঘরে মন বসে না আমারে ছাড়িয়া রে বন্ধু যাইয়ো না তোমার লাইগা পরান কান্দে ঘরে মন বসে না রে, দয়াল ঘরে মন বসে না ♪ এত সাধের পিরিত রে, বন্ধু ভেঙে দিবা যদি পিরিতি শিখাইয়া আমায় কেন দিলা ফাঁকি? এত সাধের পিরিত রে, বন্ধু ভেঙে দিবা যদি পিরিতি শিখাইয়া আমায় কেন দিলা ফাঁকি? তুমি ছাড়া আমার জীবন বাঁচে না তোমার লাইগা পরান কান্দে ঘরে মন বসে না রে, দয়াল ঘরে মন বসে না আমারে ছাড়িয়া রে বন্ধু যাইয়ো না তোমার লাইগা পরান কান্দে ঘরে মন বসে না রে, দয়াল ঘরে মন বসে না