আমার ঘরের ২২টা সিঁড়ি পেরিয়ে তোমার দরজা আমি সিঁড়ি বেয়ে বেয়ে ক্লান্ত কেউ খোলে না দরজা এই মেয়ে একটি ছেলে এই যে এখানে উঁকি দিয়ে তোমায় দেখে তুমি কি দেখো না? এই মেয়ে এই ছেলেটা তোমার জন্য রোজ সিঁড়িতে ওঠে-নামে শব্দ শোনো না? আমার ঘরের ২২টা সিঁড়ি পেরিয়ে তোমার দরজা আমি সিঁড়ি বেয়ে বেয়ে ক্লান্ত কেউ খোলে না দরজা দরজায় লেখা তোমার বাবার নাম আমার মুখস্ত কান পেতে থাকি তোমার নামটা জানি না রহস্য... ধরি কোনো ফুলের নামেই তোমার নামটা হবে পৃথিবীর বুকে কত ফুল ফোটে তোমার গন্ধ আমার বুকে এই মেয়ে এই ছেলেটা তোমার চুলের গন্ধ বুকে মনে মনে ভেবে ফেরে একদিন তুমি হাতে হাত দেবে হাতে এই স্বপ্ন দেখে তার দু'চোখে আমার ঘরের ২২টা সিঁড়ি পেরিয়ে তোমার দরজা আমি সিঁড়ি বেয়ে বেয়ে ক্লান্ত কেউ খোলে না দরজা এই মেয়ে একটি ছেলে এই যে এখানে উঁকি দিয়ে তোমায় দেখে তুমি কি দেখো না? এই মেয়ে এই ছেলেটা তোমার জন্য রোজ সিঁড়িতে ওঠে-নামে শব্দ শোনো না? এই মেয়ে একটি ছেলে এই যে এখানে উঁকি দিয়ে তোমায় দেখে তুমি কি দেখো না? এই মেয়ে এই ছেলেটা তোমার জন্য রোজ সিঁড়িতে ওঠে-নামে শব্দ শোনো না?