Kishore Kumar Hits

Habib Wahid - Piriter Ektara lyrics

Artist: Habib Wahid

album: Piriter Ektara


পিরিতের একতারা শুনে দিশেহারা
বাজিয়ে চলে গেলি, ফিরে এলি না
এই মন জুড়ে টোকা বাজিয়ে দিয়ে বোকা
স্রোতে ভেসে গেলি, তীরে এলি না
নিভে গেছে আলো, লাগে না একা ভালো
কী ছিল আমারই তাড়া?
পেরিয়ে গিয়ে তোকে পড়েছি আরো ঝোঁকে
আমিও ছন্নছাড়া
পিরিতের একতারা শুনে দিশেহারা
বাজিয়ে চলে গেলি, ফিরে এলি না
এই মন জুড়ে টোকা বাজিয়ে দিয়ে বোকা
স্রোতে ভেসে গেলি, তীরে এলি না

Yeah

Yeah

এ মনটা বলে, বন্ধু রে
ফেলে রেখেছি তোকে যে অচিনপুরে
ভুলে যাবি কি জমানো ব্যথা
দুয়ারে দাঁড়ালে?

কী আছে এই জীবনে
পেতে চাই তোকে হাজারো অলিঙ্গনে
মরে যাবো কভু কাছে এসে
আবারও হারালে
আমি ছাই হয়ে যাই অনলে পুরোটাই
এ দহন যেন আর থামে না
আজও থাকি, চেয়ে থাকি তোর পথপানে
কত কিছু আছে বাকি, চোখে যে ঘুম আসে না
নিভে গেছে আলো, লাগে না একা ভালো
কী ছিল আমারই তাড়া?
পেরিয়ে গিয়ে তোকে পড়েছি আরো ঝোঁকে
আমিও ছন্নছাড়া
পিরিতের একতারা শুনে দিশেহারা
বাজিয়ে চলে গেলি, ফিরে এলি না
এই মন জুড়ে টোকা বাজিয়ে দিয়ে বোকা
স্রোতে ভেসে গেলি, তীরে এলি না

জোছনা গোনা প্রহরে
মিশে যাই যদি তোর প্রিয় অধরে
খুলে দিবি কি হাজারো কথা
চোখে চোখ বাড়ালে?

জোনাকী জ্বলা শহরে
ছুঁয়ে দিস যদি মেঘ হয়ে অঝোরে
কী হবে নীরবে নীরবে
মনেরই আড়ালে?
আমি ঠাঁই খুঁজে পাই তোরই কাছে তাই
সে লগন যেন না, কাটে না
আজও ডাকি, তোকে ডাকি আমি মনে মনে
কত কথা বেঁধে রাখি, তোকে যে হয় না বলা
নিভে গেছে আলো, লাগে না একা ভালো
কী ছিল আমারই তাড়া?
পেরিয়ে গিয়ে তোকে পড়েছি আরো ঝোঁকে
আমিও ছন্নছাড়া
পিরিতের একতারা শুনে দিশেহারা
বাজিয়ে চলে গেলি, ফিরে এলি না
এই মন জুড়ে টোকা বাজিয়ে দিয়ে বোকা
স্রোতে ভেসে গেলি, তীরে এলি না

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists