যায় না রে, যায় না থাকা, তুই ছাড়া একা লাগে বায়না রে, বায়না, ছুঁয়ে যা হৃদয়টাকে তোকে ছাড়া মন উদাসী মেঘে বসে থাকে তোর নাম ধরে যে ডাকে নীরবে নির্জনতায় থোকে থোকে দূর আকাশে তারা জ্বলে থাকে তোর জলছবি যে আঁকে চুপিসারে মুগ্ধতায় যায় না রে, যায় না থাকা, তুই ছাড়া একা লাগে বায়না রে, বায়না, ছুঁয়ে যা হৃদয়টাকে ♪ তুই ছাড়া মন নিঃস্ব ভীষণ তোর হাসি বুকে তুলে দেয় আলোড়ন তোর চোখে বোনা আছে স্বর্গীয় ভালোবাসা প্রেম হৃদয়ে মন ছুঁয়ে মন ধরাবে কাঁপন তুই যেন হয়ে গেলি আমার আপন বিস্ময়ে ভেসে যাবি আজ থেকে শুধু যে আদরের বলয়ে তোর ভালোবাসাতেই আমি দিশেহারা, দিশেহারা হয়ে যাই তুইও যেন পুরোটাই এক দিশেহারা পাখি তোকে ছাড়া মন উদাসী মেঘে বসে থাকে তোর নাম ধরে যে ডাকে নীরবে নির্জনতায় থোকে থোকে দূর আকাশে তারা জ্বলে থাকে তোর জলছবি যে আঁকে চুপিসারে মুগ্ধতায় যায় না রে, যায় না থাকা, তুই ছাড়া একা লাগে বায়না রে, বায়না, ছুঁয়ে যা হৃদয়টাকে ♪ মেঘলা দিনে তুই নীল খাম বৃষ্টিতে ভিজে এসে এই বুকে থাম তোর চুলে জমা আছে একরাশ ফুলের সুবাস গোপনে হাতের রেখায় আমি আছি দেখ দুটি মন হয়ে গেছে দুই থেকে এক তুই ছাড়া আর কিছু চাই না রে কখনো আমি জীবনে তোর ভালোবাসাতেই আমি দিশেহারা, দিশেহারা হয়ে যাই তুইও যেন পুরোটাই এক দিশেহারা পাখি তোকে ছাড়া মন উদাসী মেঘে বসে থাকে তোর নাম ধরে যে ডাকে নীরবে নির্জনতায় থোকে থোকে দূর আকাশে তারা জ্বলে থাকে তোর জলছবি যে আঁকে চুপিসারে মুগ্ধতায় যায় না রে যায় না থাকা, তুই ছাড়া একা লাগে বায়না রে, বায়না, ছুঁয়ে যা হৃদয়টাকে