Habib Wahid - Tomari Chowate lyrics
Artist:
Habib Wahid
album: Tomari Chowate
জানি না কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে অচিন মায়ায়
তোমারই তো সাথে, মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে
তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে
বাধা পড়ে তোমার হতে
জানি না কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে অচিন মায়ায়
♪
আজও আমি তাই তোমাকে খুঁজে যাই
তোমাকে ভেবে কত গল্প সাজাই
তুমি জানো কি, দিবানিশী তাই
তোমারই দু'টি চোখে আমি হারাই
দূর সুদূরে
তোমাতেই যেন আমি মিশে যাই
ভালোবেসে একই সুরে প্রাণ বাঁধি তাই
তোমারই তো সাথে, মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে
তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে
বাধা পড়ে তোমার হতে
জানি না কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে, অচিন মায়ায়
♪
দু'টি চোখ আজ খোঁজে না কিছু আর
যতনে রাখি তাই চোখের তারায়
তোমাকে ভেবে তাই স্বপ্ন সাজিয়ে যাই
তোমারই পথে আজ তাই পা বাড়াই
বেঁধেছ হৃদয়ে
কোন সে অচেনা মায়াতে
হারিয়ে নিজেকে খুঁজি তোমার ছায়াতে
তোমারই তো সাথে, মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে
তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে
বাধা পড়ে তোমার হতে
জানি না কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে, অচিন মায়ায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist