Alvee - Ami Rupnogorer Rajkonna lyrics
Artist:
Alvee
album: Ami Rupnogorer Rajkonna
আমি রূপনগরের রাজকন্যা রূপের যাদু এনেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের যাদু এনেছি
আমার রুপনগরের রাজকন্যার এত সুন্দর রুপ
অরে দেখলে মন ভইরা যায় ভালাই লাগে খুব
অর প্রেমে দিয়া ডুব অহন না জাইনা সাঁতার
আমি খাইতাসি চুব আরে একেবারে চুপ
আমার পাশের বাড়িতে থাকে একটা পরি
এই পরির প্রেমে হাবুডুবু খাইয়া আমি মরি
পরির পিছে পিছে ঘুরি আমার মন করসে চুরি
আরে কইথেইকা আইসে মাইরি এত্তই সুন্দর
পরির টানা টানা চোখ আর গোলাপি গাল
অরে দেখলে সরমে আমি হইয়া যাই লাল
আমি হইয়া যাই টাল
আরে বুঝে না মন কেমনে বুঝামু বাপ
পরির বাপ হইছে পুলিশ আর ভাই সন্ত্রাসী
এইডা বড় কথা না বড় কথাই ভালোবাসি
পরি দেখলে আমারে মারে মুচকি মুচকি হাসি
আর এই হাঁসি দেইখাই আমি প্রেম নৌকায় ভাসি
আমি রুপনগরের রাজকন্যা রুপের জাদু এনেছি
আরে এত সুন্দর রুপ দেইখা ভালাই লাগে খুব
আমি দেইখা মজা লমু তুমি থাকবা চুপ
আমি রুপনগরের রাজকন্যা রুপের জাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি
♪
আমি রুপনগরের রাজকন্যা রুপের জাদু এনেছি
আরে ধুর তোর জাদু, বুঝে নাই দাদু
পুরা দুনিয়া চরায় ছেরি, এলাকায় সাধু
একবারে সাধু সে পাট লয় সত্যি
আর নলা পাইলে গলা ধইরা ঝুইলা করে ক্ষতি
আরে ঝুইলা করে, ক্ষতি চেহারায় মায়া
এই মায়া দিয়া খাইয়া দিয়া মজা গেছে পাইয়া
অনেক মজা গেছে পাইয়া বুঝেন নাই ভাইয়া
রুপ নগরের রুপ বানাইছে বোটানিক মারায়া
আরে বোটানিক মারায়া ছেরি লয় এত পাট
চুজ একটা জিন্স প্যান্ট আর চিপায় চাপায় শার্ট
লাগতেসে জোস লো কাপায় দে মাঠ
আরে লাগতেসে জোস লো কাপায় দে মাঠ
আমি রুপনগরের রাজকন্যা রুপের জাদু এনেছি
আমি রুপনগরের রাজকন্যা রুপের জাদু এনেছি
♪
জাদু করেছ তুমি আমার মনে
ঘুম আসে না দেখ এ দু'চোখে
রুপেরই ঝলকে পাগল মন
চায় যে তোমাকে সারাটাক্ষণ
আমি রুপনগরের রাজকন্যা রুপের জাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি
♪
আরে ধুর তোর জাদু, বুঝে নাই দাদু
পুরা দুনিয়া চরায় ছেরি, এলাকায় সাধু
একবারে সাধু সে পাট লয় সত্যি
আর নলা পাইলে গলা ধইরা ঝুইলা করে ক্ষতি
Поcмотреть все песни артиста
Other albums by the artist