বন্ধুর বাড়ির জালালি কবুতর আমার বাড়িতে আসে রে কত বুট-মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম কত বুট-মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম খায় আর বাকুম-বাকুম করে লো কিশোরী চলো না হই উদাসী আমার মন না চায় এ ঘর বাঁধি লো কিশোরী প্রাণ না চায় এ ঘর বাঁধি লো কিশোরী চলো না হই উদাসী চলো না হই উদাসী ♪ আঙ্গুল কাটিয়া কলম বানাইলাম নয়নের জল করলাম কালি রে হৃদয় ছিঁড়িয়া লিখন লিখিয়া হৃদয় ছিঁড়িয়া লিখন লিখিয়া পাঠাইলাম সোনাবন্ধুর নামে লো কিশোরী চলো না হই উদাসী বন্ধুর বাড়ির জালালি কবুতর আমার বাড়িতে আসে রে কত বুট-মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম কত বুট-মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম খায় আর বাকুম-বাকুম করে লো কিশোরী চলো না হই উদাসী আমার মন না চায় এ ঘর বাঁধি লো কিশোরী প্রাণ না চায় এ ঘর বাঁধি লো কিশোরী চলো না হই উদাসী চলো না হই উদাসী