Kishore Kumar Hits

Alvee - Amay Dio Call lyrics

Artist: Alvee

album: Amay Dio Call


I love you!

Dj Alvee
আম গাছে আম ফলে
কুমড়ো ফলে চালে
দূর থেকে kiss দিলাম
তুলে নাও গালে
বৃষ্টি পড়ে টুপুর টাপুর
মুক্কুশ মাথায় দিয়ে
দরজা খুলে দেখুম যারে
তারে করমু বিয়ে
বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক
তোমার সাথে গল্প করবো
আমি সারা রাত
I love you!
আম গাছে আম নেই
ঢিল কেন মারো?
তোমার সাথে প্রেম নেই
চোখ কেনো মারো?
রাজার যেমন রাজ্য থাকে
আমার আছো তুমি
তোমায় ছাড়া কেমনে আমি
থাকি ভালো?
Hi friend
I'm Ripon Video
আম গাছ, জাম গাছ
কাঁঠাল গাছ, লেচু গাছ
আজকালকার মেয়েরা
বেশির ভাগ চিটিংবাজ, চিটিংবাজ, চিটিংবাজ, চিটিংবাজ
কেন তুমি এসেছিলে
আমার এই জীবনে?
সুখটুকু কেড়ে নিয়ে
জল দিলে দুই নয়নে
ভালো তোমায় বেসেছিলাম
অনেক আশা করে
মনটা আমার ভেঙ্গে দিলে
সেটা কি করে?
বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক
তোমার সাথে গল্প করবো
আমি সারা রাত
I love you!
Hi friends

I love you!

জলে যখন নেমেছি
মাছ আমি ধরবোই
প্রেম যখন করেছি
বিয়ে আমি করবো
আম চুক্কা, জাম চুক্কা
চুক্কার নাই শেষ
রিপন মিয়া, এগিয়ে চলো
রিপন মিয়ার বাংলাদেশ
Hi friend
তোমরা সবাই ভালো আছো?
ছেলেদের উদ্দেশ্য নিয়ে একটা ভিডিও
ছেলেরা সব সময় সত্য কথা বলে
বিশ্বাস করেন, মিথ্যাবাদী না
তুমি আমি ফুলের কলি
ফুটবো এক সাথে
তোমার আমার দেখা হবে
ফুলসজ্জা রাতে
বৃষ্টি পরে টুপুর টাপুর
মুক্কুশ মাথায় দিয়ে
দরজা খুলে দেখুম যারে
তারে করমু বিয়ে
বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক
তোমার সাথে গল্প করবো
আমি সারা রাত
বন্ধু তুমি সময় পেলে
দিও মিস-কল
তোমার সাথে কথা বলবো
আমি সারাক্ষণ

Hi friends
Dj Alvee

আম গাছে আম ফলে
কুমড়ো ফলে চালে
দূর থেকে kiss দিলাম
তুলে নাও গালে
বৃষ্টি পড়ে টুপুর টাপুর
মুক্কুশ মাথায় দিয়ে
দরজা খুলে দেখুম যারে
তারে করমু বিয়ে
তুমি আমি ফুলের কলি
ফুটবো এক সাথে
তোমার আমার দেখা হবে
ফুলসজ্জা রাতে
তুমি দিবে কিছু, আর আমি দেবো কিছু
সেই থেকে জন্ম নিবে ছোট্টো একটা শিশু

I love you!
Dj Alvee

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists