ছটফট সারাবেলা, দেবী তোমার দেখা নাই (দেখা নাই)
জলের তলায় নুড়ির খেলা, গঙ্গা শুধু বয়ে যায় (গঙ্গা শুধু)
মন নিয়েছ সঙ্গোপনে, বাঁশির সুরে শান্তি নাই (শান্তি নাই)
ডুব দিয়েছি মরব বলে, মরণ পোড়া ভাগ্যে নাই
তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা
তা নি নি সা, তা নি নি সা, সা সা রে গা রে সা নি ধা
তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা
তা নি নি সা, তা নি নি সা, সা সা রে গা রে সা নি ধা
তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা
তা নি নি সা, তা নি নি সা, সা সা রে গা রে সা নি ধা
তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা
তা নি নি সা, তা নি নি সা, সা সা রে গা রে সা নি ধা
ছটফট সারাবেলা, দেবী তোমার দেখা নাই (দেখা নাই)
জলের তলায় নুড়ির খেলা, গঙ্গা শুধু বয়ে যায় (গঙ্গা শুধু)
মন নিয়েছ সঙ্গোপনে, বাঁশির সুরে শান্তি নাই (শান্তি নাই)
ডুব দিয়েছি মরব বলে, মরণ পোড়া ভাগ্যে নাই
ভালোবাসা বিনা বাঁচা তো যায় না
ভালোবাসা বিনা বাঁচা তো যায় না
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
কামনার ওই মুখ আমার পানে চায়
কেঁদে কেঁদে প্রতি স্রোতে সাগরে হারায়
কামনার ওই মুখ আমার পানে চায়
কেঁদে কেঁদে প্রতি স্রোতে সাগরে হারায়
অকারণ ভুল তবু কেন হয়ে যায়
সাজানো জীবন ভেঙে আমি অসহায়
ভালোবাসা বিনা বাঁচা তো যায় না
ভালোবাসা বিনা বাঁচা তো যায় না
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
প্রণয়ের ঐ রূপ ডাকে ইশারায়
হেসে হেসে ভালোবেসে দুঃখ দিয়ে যায়
প্রণয়ের ঐ রূপ ডাকে ইশারায়
হেসে হেসে ভালোবেসে দুঃখ দিয়ে যায়
অকারণ ভুল তবু কেনো হয়ে যায়
সাজানো জীবন ভেঙ্গে আমি অসহায়
ভালোবাসা বিনা বাঁচা তো যায় না
ভালোবাসা বিনা বাঁচা তো যায় না
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
♪
ছটফট সারাবেলা, দেবী তোমার দেখা নাই
জলের তলায় নুড়ির খেলা, গঙ্গা শুধু বয়ে যায়
মন নিয়েছ সঙ্গোপনে, বাঁশির সুরে শান্তি নাই
ডুব দিয়েছি মরব বলে, মরণ পোড়া ভাগ্যে নাই
তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা
তা নি নি সা, তা নি নি সা, সা সা রে গা রে সা নি ধা
তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা
তা নি নি সা, তা নি নি সা, সা সা রে গা রে সা নি ধা
তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা
তা নি নি সা, তা নি নি সা, সা সা রে গা রে সা নি ধা
তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা, তা নি নি সা
তা নি নি সা, তা নি নি সা, সা সা রে গা রে সা নি ধা
ছটফট সারাবেলা, দেবী তোমার দেখা নাই (দেখা নাই)
জলের তলায় নুড়ির খেলা, গঙ্গা শুধু বয়ে যায় (গঙ্গা শুধু)
মন নিয়েছ সঙ্গোপনে, বাঁশির সুরে শান্তি নাই (শান্তি নাই)
ডুব দিয়েছি মরব বলে, মরণ পোড়া ভাগ্যে নাই
ভালোবাসা বিনা বাঁচা তো যায় না
ভালোবাসা বিনা বাঁচা তো যায় না
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
ওঁ নমঃ মানব জনম, ওঁ সর্বত্রুটি ক্ষম
Поcмотреть все песни артиста