কোনো আশ্রয় নেই এখন নেই কোনো ঠিকানা গতিময় জীবনের স্তব্ধ প্রহর ম্রিয়মান তারার আলোয় মোহিনী অন্ধকারে এলোমেলো আমি, ব্যস্ত এই শহর নিয়মের দেয়াল ভেঙ্গে সুবিশাল আকাশ নিয়ে অদিতি তোমায় জুড়ে আসবো ফিরে সকালের প্রথম আলোয় সত্যের প্রতীক হয়ে অদিতি তোমায় জুড়ে আসবো ফিরে ♪ প্রতীক্ষার অন্তরালে অবিনাশী দু'টি মন আবেগি উন্মাদনায় জেগে আজ এখন মৃত স্বপ্ন জন্ম দেবে আবার সুখের প্লাবন রুদ্ধ দুয়ার তবু থাকবে তখন নিয়মের দেয়াল ভেঙ্গে সুবিশাল আকাশ নিয়ে অদিতি তোমায় জুড়ে আসবো ফিরে সকালের প্রথম আলোয় সত্যের প্রতীক হয়ে অদিতি তোমায় জুড়ে আসবো ফিরে ♪ নির্বাক ছোট বিশ্ব আমার যাচ্ছে থেমে অকারণ প্রশ্নের পরে প্রশ্ন শোনে না বারণ মৃত স্বপ্ন জন্ম দেবে আবার সুখের প্লাবন রুদ্ধ দুয়ার তবু থাকবে তখন নিয়মের দেয়াল ভেঙ্গে সুবিশাল আকাশ নিয়ে অদিতি তোমায় জুড়ে আসবো ফিরে সকালের প্রথম আলোয় সত্যের প্রতীক হয়ে অদিতি তোমায় জুড়ে আসবো ফিরে কোনো আশ্রয় নেই এখন নেই কোনো ঠিকানা গতিময় জীবনের স্তব্ধ প্রহর ম্রিয়মান তারার আলোয় মোহিনী অন্ধকারে এলোমেলো আমি, ব্যস্ত এই শহর নিয়মের দেয়াল ভেঙ্গে সুবিশাল আকাশ নিয়ে অদিতি তোমায় জুড়ে আসবো ফিরে সকালের প্রথম আলোয় সত্যের প্রতীক হয়ে অদিতি তোমায় জুড়ে আসবো ফিরে নিয়মের দেয়াল ভেঙ্গে সুবিশাল আকাশ নিয়ে অদিতি তোমায় জুড়ে আসবো ফিরে সকালের প্রথম আলোয় সত্যের প্রতীক হয়ে অদিতি তোমায় জুড়ে আসবো ফিরে