সকালের আলো যদি জমে ঐ চোখের কোণে প্রজাপতি ডানার মতোন ঘাস ফুলের ভিড়ে শিশির কণায় ভিজে ভেসে যাবো মেঘের মতো হৃদয়ের আলো জ্বেলে নিয়ে নতুন বারতা মনে ক্লান্তির এই শহর ছেড়ে ফিরে যাবো সবুজ বনে অথবা ঐ চাঁদের কোণে ক্লান্তির এই শহর ছেড়ে ফিরে যাবো সবুজ বনে অথবা ঐ চাঁদের কোণে জানালায় সেই চেনা রোদ দেখো সূর্যটা দুয়ারে দেখা হবে নতুন ভোরের আনন্দ জোয়ারে হৃদয়ের আলো জ্বেলে নিয়ে নতুন বারতা মনে ক্লান্তির এই শহর চলো ফিরি সবুজ বনে অথবা ঐ চাঁদের কোণে ক্লান্তির এই শহর ছেড়ে ফিরে যাবো সবুজ বনে অথবা ঐ চাঁদের কোণে নেই যে আজ কোন সংশয় নেই পথ হারানোর ভয় রাত দুপুরে নিলিমায় ফেরাবো সূর্য কোথায় হৃদয়ের আলো জ্বেলে নিয়ে নতুন বারতা মনে ক্লান্তির এই শহর ছেড়ে ফিরে যাবো সবুজ বনে অথবা ঐ চাঁদের কোণে ক্লান্তির এই শহর ছেড়ে ফিরে যাবো সবুজ বনে অথবা ঐ চাঁদের কোণে ক্লান্তির এই শহর ছেড়ে ফিরে যাবো সবুজ বনে অথবা ঐ চাঁদের কোণে ক্লান্তির এই শহর ছেড়ে ফিরে যাবো সবুজ বনে অথবা ঐ চাঁদের কোণে