Kishore Kumar Hits

Fuad - Srabon lyrics

Artist: Fuad

album: Best of Fuad, Vol. 4


শ্রাবণ এলে উদাসী মেঘ
ঢাকে চাঁদের আলো (আহাহা)
কতটা পথ হাঁটলে বল তুই
বাসবি আমায় ভালো
কত শ্রাবণ পার করিলে (পার করিলে)
শরৎ পাওয়া যায় রে
চোখের কোণে শ্রাবণ এসে হায়
দুঃখের নদী বয় রে
শ্রাবণ এলে উদাসী মেঘ
ঢাকে চাঁদের আলো
কোন আকাশে স্বপ্ন ভাসে
কোন আকাশে মন
মনের ভেতর শ্রাবণ এসে
ভাবায় আমায় সারাক্ষণ
Check das Mikrofon
উথাল-পাথাল মনের জমিন
শিশির জমে ঘাসে
কত যোজন পার করিলে
মনে শরৎ আসে
উথাল-পাথাল মনের জমিন
শিশির জমে ঘাসে
কত যোজন পার করিলে
মনে শরৎ আসে
আমার মনেরই শ্রাবণে গহীন গোপনে
কেন যে বিরহে দূরে দূরে থাকবে
শরতের সাদা মেঘে কিছু কিছু আবেশে
ভেজে মন, ভেজে যে উষ্ণ আবেশে
শরতের সাদা মেঘে কিছু কিছু আবেশে
ভেজে মন, ভেজে যে উষ্ণ আবেশে

কোন আকাশে স্বপ্ন ভাসে
কোন আকাশে মন
মনের ভেতর শ্রাবণ এসে
ভাবায় সারাক্ষণ

হাঁটছি কেন ভুলের পথে
কোথাও খোঁজো সুখরে
যখন তোমায় দিলাম শরৎ
লুকাও কেনো মুখ রে
হাঁটছি কেন ভুলের পথে
কোথাও খোঁজো সুখরে
যখন তোমায় দিলাম শরৎ
লুকাও কেনো মুখ রে
আমার মনেরই শ্রাবণে গহীন গোপনে
কেন যে বিরহে দূরে দূরে থাকবে
শরতের সাদা মেঘে
কিছু কিছু আবেশে
ভেজে মন, ভেজে যে উষ্ণ আবেশে
শরতের সাদা মেঘে
কিছু কিছু আবেশে
ভেজে মন, ভেজে যে উষ্ণ আবেশে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists