মানুষ আমি, আমার কেন পাখির মতো মন? মানুষ আমি, আমার কেন পাখির মতো মন? তাইরে-নাইরে-নাইরে, গেল সারাটি জীবন তাইরে-নাইরে-না তাইরে-নাইরে-নাইরে, গেল সারাটি জীবন তাইরে-নাইরে-না ♪ আকাশ দেশে মেঘের বেশে আমি ঘুরি সারাক্ষণ আকাশ দেশে মেঘের বেশে আমি ঘুরি সারাক্ষণ কোনো প্রেমে ডুব দিলো না জনমের মতন কোনো প্রেমে ডুব দিলো না জনমের মতন তাইরে-নাইরে-নাইরে, গেল সারাটি জীবন তাইরে-নাইরে-না তাইরে-নাইরে-নাইরে, গেল সারাটি জীবন তাইরে-নাইরে-না ♪ কোনো ডালে সেই পাখিটার বসে না তো মন কোনো ডালে সেই পাখিটার বসে না তো মন দুঃখ-সুরে বৃষ্টি ঝরে নূপুরের মতন দুঃখ-সুরে বৃষ্টি ঝরে নূপুরের মতন তাইরে-নাইরে-নাইরে, গেল সারাটি জীবন তাইরে-নাইরে-না তাইরে-নাইরে-নাইরে, গেল সারাটি জীবন তাইরে-নাইরে-না মানুষ আমি, আমার কেন পাখির মতো মন? তাইরে-নাইরে-নাইরে, গেল সারাটি জীবন তাইরে-নাইরে-না তাইরে-নাইরে-নাইরে, গেল সারাটি জীবন তাইরে-নাইরে-না