Selim Chowdhury - Joto Dushi Tumaro Lagiya lyrics
Artist:
Selim Chowdhury
album: Mon Poboner Naw
যত দোষী তোমার লাগিয়া, বন্ধুয়া রে
যত দুঃখ তোমার লাগিয়া
তোমার কি মায়া লাগে না
তোমার কি দয়া লাগে না
আমার দুঃখ দেখিয়া, বন্ধুয়া রে?
যত দোষী তোমার লাগিয়া
যত দুঃখ তোমার লাগিয়া, বন্ধুয়া রে
যত দোষী তোমার লাগিয়া
♪
তুমি কি জানো না রে বন্ধু কী সুখে যায় দিন?
দিনে দিনে সোনার অঙ্গ হইতাসে মলিন
তুমি কি জানো না রে বন্ধু কী সুখে যায় দিন?
দিনে দিনে সোনার অঙ্গ হইতাসে মলিন
তুমি যদি বাসো রে ভিন
তুমি যদি বাসো রে ভিন
প্রাণ জুড়াবো কই গিয়া, বন্ধুয়া রে?
যত দোষী তোমার লাগিয়া
যত দুঃখ তোমার লাগিয়া, বন্ধুয়া রে
যত দোষী তোমার লাগিয়া
♪
দোষী বলুক জগতের লোক, তাতে দুঃখ নাই
করিম বলে, তোমার কাছে মায়া যদি পাই
দোষী বলে জগতের লোক, তাতে দুঃখ নাই
করিম বলে, তোমার কাছে মায়া যদি পাই
নইলে বলো মরিয়া যাই
নইলে বলো মরিয়া যাই
কী লাভ আমার বাঁচিয়া, বন্ধুয়া রে?
যত দোষী তোমার লাগিয়া
যত দুঃখ তোমার লাগিয়া, বন্ধুয়া রে
যত দোষী তোমার লাগিয়া
Поcмотреть все песни артиста
Other albums by the artist