আশায় বাঁধি ঘর প্রতিটি প্রহর নির্জনে স্বপ্ন বুনি অন্তরের ভিতর জীবন আমার জীবন তো নয়, ধু-ধু বালুচর বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার? ও বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার? ♪ আকাশ-মাটি, জলে-স্থলে খুঁজি নিরন্তর ব্যাকুল মনটা ঘুরে বেড়ায় হইয়া দেশান্তর আকাশ-মাটি, জলে-স্থলে খুঁজি নিরন্তর ব্যাকুল মনটা ঘুরে বেড়ায় হইয়া দেশান্তর এত সাধের মায়ার শরীর নয় তো পাথর বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার? ও বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার? ♪ সাক্ষী দেবে বাউল বাতাস, রোদ, বৃষ্টি, ঝড় কে আমার এ হৃদয়েরই আপন সহচর সাক্ষী দেবে বাউল বাতাস, রোদ, বৃষ্টি, ঝড় কে আমার এ হৃদয়েরই আপন সহচর সময় কইরা দিয়ো দেখা, নিয়ো যে খবর বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার? ও বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার?