সোহাগপুর গ্রামে একটা মায়াদীঘি ছিল সেই দীঘিতে, হায়, আচানক পুষ্প ফুটেছিল নিশিরাইতে দীঘির জলে উড়াল বায়ু বয় বন্ধুয়ারে সেথায় নিতে আমার মনে লয় গো বন্ধু আমার মনে লয় সোহাগপুর গ্রামে একটা মায়াদীঘি ছিল সেই দীঘিতে, হায়, আচানক পুষ্প ফুটেছিল ♪ ঘন কালো দীঘির জলে নামে চান্দের ছায়া রাইত-নিশীথে মন পিরিতে কাইন্দা মরে মায়া ঘন কালো দীঘির জলে নামে চান্দের ছায়া রাইত-নিশীথে মন পিরিতে কাইন্দা মরে মায়া কাইন্দো না, কাইন্দো না মন, কাইন্দা ফায়দা নাই বন্ধুয়ারে সাথে নিবা তাহার উপায় নাই চাঁন্দের ছায়া, হায় কী মায়া, মনে কষ্ট হয় মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু হবে পরিচয় সোহাগপুর গ্রামে একটা মায়াদীঘি ছিল সেই দীঘিতে, হায়, আচানক পুষ্প ফুটেছিল ♪ মনের দুঃখ মনে রাখো, বনের দুঃখ বনে মরণকালে হবে দেখা বন্ধুয়ার সনে মনের দুঃখ মনে রাখো, বনের দুঃখ বনে মরণকালে হবে দেখা বন্ধুয়ার সনে কাইন্দো না, কাইন্দো না মন, কাইন্দা ফায়দা নাই বন্ধুয়ারে সাথে নিবা তাহার উপায় নাই মায়া দীঘির কালো জলে উড়াল বায়ু বয় মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু হবে পরিচয় সোহাগপুর গ্রামে একটা মায়াদীঘি ছিল সেই দীঘিতে, হায়, আচানক পুষ্প ফুটেছিল সোহাগপুর গ্রামে একটা মায়াদীঘি ছিল সেই দীঘিতে, হায়, আচানক পুষ্প ফুটেছিল