Kishore Kumar Hits

Selim Chowdhury - Mondalokhkhya Nodir Tirey lyrics

Artist: Selim Chowdhury

album: Chadni Poshorey


মন্দালক্ষ্যা নদীর তীরে সন্ধ্যাকালী গ্রামে
মন্দালক্ষ্যা নদীর তীরে সন্ধ্যাকালী গ্রামে
বৈশাখের মেলা বসেছে বিরামে-বিশ্রামে
সেই মেলাতে কত মজা হয়
ঘুরঘুরান্তি নাগরদোলা, মনে লাগে ভয়
সেই মেলাতে কত মজা হয়
ঘুরঘুরান্তি নাগরদোলা, মনে লাগে ভয়
পাও চালাইয়া চল গো, চন্দ্র, কালামেঘা নামে
পাও চালাইয়া চল গো, চন্দ্র, কালামেঘা নামে
মন্দালক্ষ্যা নদীর তীরে সন্ধ্যাকালী গ্রামে
বৈশাখের মেলা বসেছে বিরামে-বিশ্রামে

বৃষ্টির মধ্যে মেলায় যাবে কার এত শখ?
চন্দ্র যাবে, চন্দ্র যাবে যার নাকেতে নোলক
বৃষ্টির মধ্যে মেলায় যাবে কার এত শখ?
চন্দ্র যাবে, চন্দ্র যাবে যার নাকেতে নোলক
যার হাতে কাঁচের চুড়ি, কচুয়া শাড়ি গায়
যার পায়ে রুপার নূপুর ঝুমুর ঝুমুর বায়
যার হাতে কাঁচের চুড়ি, কচুয়া শাড়ি গায়
যার পায়ে রুপার নূপুর ঝুমুর ঝুমুর বায়
পাও চালাইয়া চল গো, চন্দ্র, কালামেঘা নামে
মন্দালক্ষ্যা নদীর তীরে সন্ধ্যাকালী গ্রামে
বৈশাখের মেলা বসেছে বিরামে-বিশ্রামে

বুক ধরফড় করে গো, চন্দ্র, মন চনমন করে
এই বুঝি মাথার উপরে বৃষ্টি ঢইলা পড়ে
বুক ধরফড় করে গো, চন্দ্র, মন চনমন করে
এই বুঝি মাথার উপরে বৃষ্টি ঢইলা পড়ে
ও বৃষ্টি তুই আসবি না, চন্দ্ররে ভিজাবি না
মেলায় যেন ঘুরতে পারে আনন্দে আরামে
ও বৃষ্টি তুই আসবি না, চন্দ্ররে ভিজাবি না
মেলায় যেন ঘুরতে পারে আনন্দে আরামে
মন্দালক্ষ্যা নদীর তীরে সন্ধ্যাকালী গ্রামে
মন্দালক্ষ্যা নদীর তীরে সন্ধ্যাকালী গ্রামে
বৈশাখের মেলা বসেছে বিরামে-বিশ্রামে
সেই মেলাতে কত মজা হয়
ঘুরঘুরান্তি নাগরদোলা, মনে লাগে ভয়
সেই মেলাতে কত মজা হয়
ঘুরঘুরান্তি নাগরদোলা, মনে লাগে ভয়
মন্দালক্ষ্যা নদীর তীরে সন্ধ্যাকালী গ্রামে
বৈশাখের মেলা বসেছে বিরামে-বিশ্রামে
বৈশাখের মেলা বসেছে বিরামে-বিশ্রামে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists