Kishore Kumar Hits

Selim Chowdhury - Shunbeki Bujhbeki lyrics

Artist: Selim Chowdhury

album: Chadni Poshorey


শুনবে কি, বুঝবে কি, ওরে মন ধুন্দা?
এই দুনিয়া মায়াজালে বান্ধা
শুনবে কি, বুঝবে কি, ওরে মন ধুন্দা?
এই দুনিয়া মায়াজালে বান্ধা

কতজনা পাগল হইয়া মায়া-প্রেমে মন মজাইয়া
কতজনা পাগল হইয়া মায়া-প্রেমে মন মজাইয়া
আপনার ধন পরকে দিয়া সার হইয়াছে কান্দা
এই দুনিয়া মায়াজালে বান্ধা

বহুরূপী রংবাজারে মন থাকে না মনের ঘরে
বহুরূপী রংবাজারে মন থাকে না মনের ঘরে
রং দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্ধা
এই দুনিয়া মায়াজালে বান্ধা

ছেড়ে দিয়ে মায়াপুরী দিতে হবে ভব পাড়ি
ছেড়ে দিয়ে মায়াপুরী দিতে হবে ভব পাড়ি
চেয়ে দেখো, মনব্যাপারী, দিন গেলে হয় সন্ধ্যা
এই দুনিয়া মায়াজালে বান্ধা

কাটিয়া মায়ার বাঁধন যে হয়েছে মানুষ রতন
কাটিয়া মায়ার বাঁধন যে হয়েছে মানুষ রতন
এ করিম কয়, নাই তার মরণ, সব সময় সে জিন্দা
এই দুনিয়া মায়াজালে বান্ধা
শুনবে কি, বুঝবে কি ওরে মন ধুন্দা?
এই দুনিয়া মায়াজালে বান্ধা
শুনবে কি, বুঝবে কি ওরে মন ধুন্দা?
এই দুনিয়া মায়াজালে বান্ধা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists