সবুজের আঙিনায় স্বপ্নকে জড়িয়ে জীবন-অধ্যায়ের সোনালি পাতা খুলে বলতে পারি, ভালো আছি ক্লান্ত কৃষকের বাড়ি ফেরার পরে কিষাণবধূর সেই সলাজ হাসি দেখে বলতে পারি, ভালো আছি মুক্ত উঠোনমাঝে দড়ি লাফের ছলে সরলা কিশোশীর চঞ্চলতা দেখে বলতে পারি, ভালো আছি শাপলা, শালুক আর পদ্মফোটা ঝিলে উঁকি দেয় সূর্যটা পুবাকাশের নীলে একতারা বাজে বাউলের গানের সুরে বাড়ন্ত স্বপ্নেরা পাখা মেলে এ অন্তরে আমার সারাটা অস্তিত্বজুড়ে করে বসবাস ♪ বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ