বড়শিতে আর মাছ ধরে না বড়শিতে আর মাছ ধরে না, জাল ফেলেছে ঘোলা জলে নদীর ঘাটে যায় না কন্যা, গোসল করে তোলা জলে কন্যা গোসল করে তোলা জলে বড়শিতে আর মাছ ধরে না বড়শিতে আর মাছ ধরে না, জাল ফেলেছে ঘোলা জলে নদীর ঘাটে যায় না কন্যা, গোসল করে তোলা জলে কন্যা গোসল করে তোলা জলে ♪ রূপের ঝলক ছলকে পড়ে, ছন্দে মাতাল পাড়া একটুখানি ইশারা দেয়, একটুখানি সাড়া রূপের ঝলক ছলকে পড়ে, ছন্দে মাতাল পাড়া একটুখানি ইশারা দেয়, একটুখানি সাড়া আর একটুখানি হাসি দিয়া একটুখানি হাসি দিয়া মুখ ঢাকে শাড়ির আঁচলে নদীর ঘাটে যায় না কন্যা, গোসল করে তোলা জলে কন্যা গোসল করে তোলা জলে বড়শিতে আর মাছ ধরে না বড়শিতে আর মাছ ধরে না, জাল ফেলেছে ঘোলা জলে নদীর ঘাটে যায় না কন্যা, গোসল করে তোলা জলে কন্যা গোসল করে তোলা জলে ♪ পুবের বেলা পশ্চিমে যায়, উজানে যায় নদী কলসি নিয়া সাঁঝবেলাতে কন্যা আসে যদি পুবের বেলা পশ্চিমে যায়, উজানে যায় নদী কলসি নিয়া সাঁঝবেলাতে কন্যা আসে যদি নদীর ঘাটে যায় না কন্যা, দেয় না ভালোবাসা পাড়ের মাঝি যায় না ওপাড়, একটুখানি আশা নদীর ঘাটে যায় না কন্যা, দেয় না ভালোবাসা পাড়ের মাঝি যায় না ওপাড়, একটুখানি আশা আর একটুখানি ইচ্ছা জাগে একটুখানি ইচ্ছা জাগে পাল তুলে দেই তার আঁচলে নদীর ঘাটে যায় না কন্যা, গোসল করে তোলা জলে কন্যা গোসল করে তোলা জলে বড়শিতে আর মাছ ধরে না বড়শিতে আর মাছ ধরে না, জাল ফেলেছে ঘোলা জলে নদীর ঘাটে যায় না কন্যা, গোসল করে তোলা জলে কন্যা গোসল করে তোলা জলে বড়শিতে আর মাছ ধরে না বড়শিতে আর মাছ ধরে না, জাল ফেলেছে ঘোলা জলে নদীর ঘাটে যায় না কন্যা, গোসল করে তোলা জলে কন্যা গোসল করে তোলা জলে নদীর ঘাটে যায় না কন্যা, গোসল করে তোলা জলে কন্যা গোসল করে তোলা জলে